জাতীয়

করোনায় মারা গেলেন বিএনপি নেতা রুহুল আলম চৌধুরী


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বিএনপির ভাইস চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী মারা গেছেন।

শনিবার (২০ মার্চ) সকাল সোয়া ১১ টায় সিএমএইচ হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রিন্স জানান, রুহুল আলম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

আজ বাদ আসর বনানী সেনা কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলেও জানান প্রিন্স।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, গত ১০ মার্চ জ্বর সর্দি নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন রুহুল আলম চৌধুরী। পরে করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এরপর গত ১৩ মার্চ তাকে আইসিইউতে নেয়া হয়।