জাতীয়

করোনায় মৃত্যুশূন্য, কমেছে শনাক্ত

(Last Updated On: )

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে, যা আগের দিন ছিল ২৬ জন।

রোববার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।।

আজকের ২৪ জনসহ দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫২ হাজার ৫৫৬ জনে। করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তিতই থাকছে।

বিজ্ঞপ্তিতে বলাহয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৮৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৪১ শতাংশ। আগের দিন শনিবার শনাক্তের হার ছিল দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৯৮ শতাংশ।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৩ হাজার ৪৬০ জন।