এবার আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা চালানো হয়েছে। যদিও বিমানবন্দরে আঘাত হানার আগেই আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো আকাশেই ধ্বংস করে দেয়। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ সোমবার সকালে বিমানবন্দরের কাছে একটি গাড়ি থেকে বিমানবন্দর লক্ষ্য করে পাঁচটি রকেট ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। আইএসের উপর ড্রোন হামলা চালানোর প্রতিশোধ হিসেবে এই রকেটগুলো ছোঁড়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।