প্রধান পাতা

কালুরঘাট সেতুতে তেলবাহী ট্রেনের গার্ড ব্রেক লাইনচ্যুত 


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

কালুরঘাট সেতুতে ফার্নেস অয়েল খালাস করে ফেরার পথে ট্যাংক ওয়াগনের গার্ড ব্রেক লাইনচ্যুত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তেলবাহী ট্রেনের একটি গার্ড ব্রেক সেতুর ওপর লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত গার্ড ব্রেক সেতুতে রেখে ইঞ্জিনসহ সামনের ওয়াগনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। সেতুর দু’প্রান্তে শতশত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। অনেকে নদী দিয়ে নৌকা ও সেতুর ওপর দিয়ে হেঁটে এপার ওপার করছেন বাধ্য হয়ে।  

রেলওয়ে পূর্বাঞ্চলের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস তেল খালাস করে ফেরার পথে একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।