জাতীয়

কাশিমপুর কারাগারে আসামির ফাঁসি কার্যকর


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে (পার্ট-৪) মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি ) রাত ১০টায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাই হাইসিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা।

ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তি হলেন বগুড়ার মালতিনগর নামাপাড়া এলাকার মোজাম ফকিরের ছেলে সাইফুল ইসলাম রফিক। তার কয়েদি নাম্বার ছিল ৪১৭/এ।

কারা সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম রফিক বিরুদ্ধে ২০০৪ সালে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। সে মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফাঁসি দিয়ে মৃত্যু কার্যকর করেন জল্লাদ শাহজাহান ভুঁইয়া। পরে মৃত্যু নিশ্চিত করেন গাজীপুর সিভিল সার্জন খায়রুজ্জামান।

মৃত্যুদণ্ড কার্যকর করার সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজুয়ান আহামেদ, ডা. কামরুন্নাহার, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা প্রমুখ।

রফিকের ভাই মো. রোকন বলেন, কারা কর্তৃপক্ষ লাশ বুঝিয়ে দেওয়ার পর তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন