প্রধান পাতা

কাস্টম হাউসের চালানে পিস্তল-গুলি: গ্রেফতার ১


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ইতালি থেকে আসা গৃহস্থালি পণ্যের চালানে ২টি ৮এমএম পিস্তল, ২টি পিস্তল সদৃশ খেলনা এবং ৬০টি কার্তুজ উদ্ধারের ঘটনায় প্রাপক মজুমদার কামরুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হালিশহরে আই ব্লক খালপাড় এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মজুমদার কামরুল হাসান চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কর্মচারী।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি কাস্টম হাউসের সহকারী কমিশনার জ্যোৎস্না আক্তার ফরেন পার্সেল (ফরেন পোস্ট এক্সামিনেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট সেকশন) বন্দর প্রধান ডাকঘরে দায়িত্ব পালনকালে একটি ফরেন পার্সেলের মধ্যে গৃহস্থালি সামগ্রী ও বিদেশি অস্ত্র পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এ পার্সেলের প্রাপক চট্টগ্রামের আগ্রাবাদের সিজিএস কলোনির মজুমদার কামাল হাসান। ইতালি থেকে প্রেরক হিসেবে দেখা যায় রাজিব বড়ুয়ার নাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ফরেন পার্সেলটি ওই দিন বেলা ২টায় কায়িকপরীক্ষা করা হয়। পার্সেলে থাকা পণ্যের তালিকা তৈরি করা হয়। এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদি হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলার নম্বর- ২৮।

চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (বন্দর জোন) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, কাস্টম হাউসের চালানে পিস্তল-গুলি উদ্ধারের মামলার আসামি মজুমদার কামরুল হাসানকে ডবলমুরিং থানার সহযোগিতায় সোমবার রাতে হালিশহর এলাকার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মজুমদার কামরুল হাসান সরকারি চাকরিজীবী, তাই কর কমিশনারের অনুমতি নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হবে।