‘ খেলার জন্য মাঠ চাই,আনন্দময় শৈশব চাই’ এ প্রত্যয়ে খেলাঘরের গৌরবের ৭০ বছর উপলক্ষে খেলাঘর আন্তঃআসর ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। আজ শনিবার (১০ ডিসেম্বর) বিকালে পটিয়া এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে অনুষ্টিত খেলায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আবুল ফজল বাবুল, অধ্যাপক বিপ্লব বসু, সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য,টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ভগীরথ দাশ, সদস্য সচিব হুমায়ুন কবির টিপু,সম্পাদক সিবলী সাদিক কফিল, রুপক শীল, সজিব কুমার নাথ,অসীম চক্রবর্তী, মোঃ জসীম উদ্দিন, গৈড়লা কে পি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,যুবনেতা সনত বড়ুয়া। খেলায় রেফারী ছিলেন মোঃ সুজন সহকারী, রেফারী ছিলেন মোঃ ফাহিম ও মো: জিলহাজ। সেমিফাইনালের প্রথম ম্যাচে পুর্বাশা খেলাঘর আসর সংকেত খেলাঘর আসরকে ১-০ গোলে হারিয়ে, ২য় ম্যাচে মুক্তাঙ্গন খেলাঘর আসর সোপান খেলাঘর আসরকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে। আগামী ৬ জানুয়ারী ২৩ শুক্রবার বিকালে পটিয়া সরকারী কলেজ মাঠে ফাইনাল খেলবে বোয়ালখালীর পূর্বাশা খেলাঘর আসর ও পটিয়ার মুক্তাঙ্গন খেলাঘর আসর।
