চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৬


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যুও হয়নি। গত রবিবার (১২ ডিসেম্বর) জেলায় তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই দিন করোনায় কারও মৃত্যু হয়নি। করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪০ শতাংশ।

সোমবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৪৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৪ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি দুইজনের মধ্যে একজন পটিয়া ও একজন মিরসরাইয়ের বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৪৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ১৪৪ জন। বাকি ২৮ হাজার ৩২২ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৮ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।