গণটিকা কার্যক্রমে অব্যবস্থাপনা বন্ধ, হাসপাতালগুলোতে লোকবল ও চিকিৎসা সামগ্রীর সংকট দূর করাসহ দ্রুত শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন।
রবিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে ছাত্র ইউনিয়নের এক বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এ দাবির কথা জানান।
এসময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বলেন, ‘যে প্রক্রিয়ায় একদিনের নোটিশে গ্রাম থেকে শ্রমিকদের ঢাকায় নিয়ে আসা হলো সে প্রক্রিয়ায় স্বাস্থ্য ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। সরকার করোনা মোকাবেলায় লকডাউন ঘোষণা করলেও গার্মেন্টস কারখানার মালিকদের অনুরোধে শ্রমিকদের কথা বিবেচনা না করেই কারখানাগুলো খুলে দিয়ে প্রমাণ করলো এ সরকার মুনাফাখোর ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত।’
বিক্ষোভে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজ উল্লাহ্ বলেন, গণটিকার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে সরকার। পরিকল্পনা ছাড়া স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গণউৎসবে পরিণত করে সাধারণ মানুষকে করোনার ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য রেজোয়ান হক মুক্ত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সদস্য বিএম জুবায়ের প্রধান প্রমুখ।