জাতীয়

গোপালগঞ্জে সমাহিত খোন্দকার ইব্রাহিম খালেদ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

গোপালগঞ্জে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) এশার নামাজের পর কোর্ট মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে জেলা শহরের ব্যাংকপাড়ায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে রাত ৯টার দিকে তাকে দাফন করা হয়।

জানাজায় বিচারপতি খোন্দকার মুছা খালেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক যোগ দেন।

এর আগে সন্ধ্যা ৭টায় সড়কপথে খোন্দকার ইব্রাহিম খালেদের মরদেহ গোপালগঞ্জ জেলা শহরের ব্যাংকপাড়ায় নিজ বাড়িতে এসে পৌঁছায়। খবর শুনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ভিড় জমান ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তারা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে খোন্দকার ইব্রাহিম খালেদ মারা যান।