চট্টগ্রাম

চকবাজার কাচ্চি ডাইনকে আড়াইলাখ টাকা জরিমানা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

খাবারে অননুমোদিত রঙ ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ, পোকা খাওয়া বেগুন দিয়ে বেগুনি তৈরি, কাচ্চিতে খাওয়ার অনুপযোগী আলু ব্যবহারের অপরাধে চকবাজারের কাচ্চি ডাইনকে আড়াইলাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (১০ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুল রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযোনে এ জরিমানা আদায় করা হয়। এছাড়া আরও দুইটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আনিসুল রহমান জানান, অভিযানকালে বিভিন্ন অপরাধে চকবাজারের কাচ্চি ডাইনকে আড়াইলাখ টাকা জরিমানা করা হয়। তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় জামান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি, আমদানিকারকের সিলবিহীন বিদেশি পণ্য ও অনুমোদনবিহীন কসমেটিকস বিক্রি করায় ব্র্যান্ড এভিনিউকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে্এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।