চট্টগ্রাম

চট্টগ্রামেও চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

সারাদেশের মতো চট্টগ্রামেও চোখ রাঙ্গাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বর। দিন দিন বেড়েই চলেছে এ রোগে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

তবে জেলা সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত কোন রোগীর মৃত্যু না হলেও এসময়ে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন।

এরমধ্যে ১৮ জন সরকারি বিভিন্ন হাসপাতালে এবং বাকি ১৬ জন বিভিন্ন বেসরকরিি হাসপাতালে চিকিৎসাধীন। চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭২১ জন।

এ বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে শিশুসহ ১২ জন।

এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি বিভিন্ন হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড।

ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বংশবিস্তার রোধে ঘর ও আশপাশের আঙ্গিনায় জমে থাকা পানি পরিষ্কারের পাশাপাশি জ্বরসহ ডেঙ্গুর অন্যান্য লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলছেন চিকিৎসকরা।