জাতীয়

চট্টগ্রামে আসা হলো না ১৭০ আফগান নারী শিক্ষার্থীর


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

করোনা মহামারির কারণে ১ বছর আগে নিজ দেশ আফগানিস্তানে ফিরে গিয়েছিলেন চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের (এইউডব্লিউ) ১৫০ আফগান নারী শিক্ষার্থী। আজ (২৫ আগস্ট) বুধবার একটি বিশেষ উড়োজাহাজে (চার্টার্ড ফ্লাইট) করে আফগানিস্তান থেকে তারা ঢাকায় আসার কথা ছিল। এ জন্য তাদের বোর্ডিং পাসও রেডি ছিল। বাংলাদেশে আসার জন্য তারা একটি গাড়িতে করে কাবুল বিমানবন্দরে যাচ্ছিলেন। তখন তাদের জানানো হল- তারা যেতে পারছেন না। ফ্লাইট বাতিল হয়েছে। তবে কী কারণে ফ্লাইট বাতিল হয়েছে তা জানা যায় নি।

জানা গেছে, এখন দেশটিতে তালেবানের উত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে তারা বাংলাদেশে ফিরতে চান। জাতিসংঘ উদ্বাস্তু সংস্থা- ইউএনএইচসিআর উদ্যোগ নিয়ে বিশেষ ফ্লাইটে শিক্ষার্থীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছিল। বাংলাদেশে আসার আগে তারা টিকা নিয়েছেন।

একই সঙ্গে বিশেষ ফ্লাইটে আফগানিস্তানে আটকেপড়া ১০ বাংলাদেশিরও আসার কথা ছিল। তারা হলেন- ব্র্যাকের আটকে থাকা ছয়জন এবং আফগান ওয়ারলেস কোম্পানিতে কর্মরত ছয় বাংলাদেশি।

তবে মঙ্গলবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮০ আসনবিশিষ্ট বিশেষ বিমানটি কেন উড্ডয়ন করতে পারেনি তা নিশ্চিত হওয়া যায় নি।