চট্টগ্রাম

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রাম নগরীর তিন কেন্দ্রে শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকে চট্টেশ্বরী রোডের চট্টগ্রাম গ্রামার স্কুল, ইস্পাহানি মোড়ের স্যার মরিস ব্রাউন ইন্টার ন্যাশনাল স্কুল এবং একে খান মোড়ের মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের আটটি বুথে দেওয়া হচ্ছে এ টিকা।

এছাড়া একইদিন চট্টগ্রাম কলেজ, সরকারি মহিলা কলেজ ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের (বাওয়া) শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে।

জানা গেছে, প্রায় ৩৫ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে এ টিকার আওতায় আনা হচ্ছে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক হোসাইন আহমেদ আরিফ ইলাহী বলেন, ‘নগরীতে প্রথমদিন তিনটি কেন্দ্রে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। ধীরে ধীরে কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও টিকার পরিমাণ বাড়ানো হবে।