চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

(Last Updated On: )

চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাতনামা এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০টায় বটতলী রেললাইনে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই যুবক চার নম্বর প্ল্যাটফর্মে হাঁটছিল। কর্ণফুলী ট্রেন ছাড়তেই ৩ নম্বর রেললাইনে গিয়ে ঝাঁপ দেয়। এতে দ্বি-খণ্ডত হয় যুবকের শরীর। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।’

চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক (আরএনবি) আমান উল্লাহ আমান বলেন, সকালে ট্রেনে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ নিতে এখনো কেউ আসেনি।