চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক থেকে মাথা থেতলে যাওয়া অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) রাত সোয়া ১১টায় ফৌজদারহাট লিং রোড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি বলেন, রাত সোয়া ১১টায় ফৌজদারহাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, নিহত ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কোন গাড়ি কিংবা ভারী কিছুর আঘাতে তার মাথা থেতলে যায়। উদ্ধারের সময় তার শরীরে লুঙ্গি ছাড়া কোন কাপড় ছিল না।