চট্টগ্রাম

চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগরের ডিমে ২৮ বাচ্চা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

দীর্ঘ ৬৭ দিন পর অজগরের ৩১টি ডিম থেকে ২৮টি বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

বুধবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভ।

তিনি জানান, এর আগে ২০১৯ সালের জুন বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে ২৫টি অজগর সাপের বাচ্চা ফোটানো হয়েছিল। যা পরবর্তীতে বন্য পরিবেশে ছাড়া হয়।  

এবার ৩টি ডিম নষ্ট হয়েছে, বাচ্চা ফোটেনি। বর্তমানে চিড়িয়াখানায় ২২টি বড় অজগর রয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানা প্রাণি সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদনে ভূমিকা রাখছে। বর্তমান জেলা প্রশাসক প্রাণি সংরক্ষণে চিড়িয়াখানার কার্যক্রম বৃদ্ধিতে জোর দিচ্ছেন।