চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেলের মর্গে যৌন বিকৃতাচার, পাহারাদার আটক

(Last Updated On: )

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে দুই নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে মো. সেলিম নামের একজনকে আটক করেছে সিআইডি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চমেক হাসপাতালের মর্গ থেকে মো. সেলিমকে আটক করে সিআইডির এসআই কমল ভৌমিক।

আটক সেলিম কুমিল্লার লাকসাম থানার সাতেশ্বর এলাকার বাসিন্দা।

চমেক হাসপাতাল মর্গে পাহারাদার হিসেবে কর্মরত আছেন মো. সেলিম। মর্গে থাকা লাশের এক নারী চকবাজার ও অপরজন চান্দগাঁওয়ের বাসিন্দা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই নারীর মৃতদেহের সঙ্গে যৌনাচারের অভিযোগে সেলিমকে আটক করেন সিআইডি চট্টগ্রামের এসআই কমল ভৌমিক।

সেলিমকে পাঁচলাইশ থানায় হস্তান্তরের পর রাতেই তার বিরুদ্ধে এসআই কমল ভৌমিক বাদি হয়ে মামলা দায়ের করেন বলে জানান ওসি।