চট্টগ্রাম

চন্দনাইশে কেন্দ্র দখলে নিতে হামলা, ইটের আঘাতে বৃদ্ধ আহত


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রামের চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নে একটি কেন্দ্র দখলে নিতে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মো. মোজাম্মেলের সমর্থকরা হামলা চালিয়েছে। এ সময় ইটের আঘাতে রমজান আলী (৭০) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় হাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ভোট কেন্দ্র দখলে নিতে আনারস প্রতীকের প্রার্থী মোজাম্মেলের সমর্থকেরা মধ্য হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবস্থান নেয়। একপর্যায়ে ব্যালট পেপার ছিনিয়ে নেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ধাওয়া দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ও প্রশাসনের সহায়তায় মুড়িসহ একটি ব্যালট পেপার উদ্ধার করতে পারলেও অন্যটির বেশকিছু পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে যায় তারা। প্রতিটি মুড়িতে ১০০টি ব্যালট রয়েছে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, কেন্দ্রের বাইরে ঝামেলা হয়েছিল। আমরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি।

চন্দনাইশ উপজেলার নির্বাচনী অফিসার মিনহাজুল ইসলাম বলেন, ওই কেন্দ্রে হামলা খবর পাওয়ার পর আমরা প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রেখেছিলাম। ১২টার পর আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।