জাতীয়

চলতি মাসেই একাধিক শৈত্যপ্রবাহ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চলতি মাসেই কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৪ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ‌্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ হতে পারে। তীব্র শৈত্যপ্রবাহের সময় দেশে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের প্রকোপ, মৃত্যু ১১ | Purboposhchimbd

তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের প্রকোপ, মৃত্যু ১১ |

শৈত্যপ্রবাহ ১২ জানুয়ারির পর হতে পারে জানিয়ে তিনি বলেন, ১২ তারিখের পর থেকে তাপমাত্রা কমা শুরু করবে। দ্বিতীয় সপ্তাহের পর থেকে যেকোনো সময় তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।