ফেনীর দাগনভূঞার দক্ষিণ আলীপুর গ্রামে একটি মাদ্রাসায় হেফজ বিভাগে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের এক শিক্ষকের বিরুদ্ধে। সাঈদুর রহমান নামে ওই শিক্ষকের বিরুদ্ধে বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।
গতকাল বৃহস্পতিবার মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, ওই মাদ্রাসা শিক্ষক দীর্ঘদিন ধরেই ভুক্তভোগীকে বলাৎকার করে আসছেন। করোনাভাইরাসের কারণে মাদ্রাসা ছুটি হলে ভুক্তভোগী বাড়ি ফিরে যায়। গত ৬ মে মাদ্রাসা খুললে ছেলেকে মাদ্রাসায় যেতে বলে পরিবার। কিন্তু সে রাজি না হওয়ায় পরিবার থেকে চাপ প্রয়োগ করা হয়। এ সময় ওই ছাত্র বলাৎকারের বিষয়টি পরিবারকে খুলে বলে।