জাতীয়

ছেলের মামলায় কারাগারে বাবা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জখম করার ঘটনায় ছেলে আমান উল্লাহর মামলায় বাবা জসীম উদ্দিনকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। জসীম উদ্দিন একই থানার গণ্ডামারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ঘোনা এলাকার মোক্তার আহমদের ছেলে।

বুধবার (৭ জুলাই) বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আনজুমান আরা বেগমের আদালত এ আদেশ দেন।  

বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর।  

বাঁশখালী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জুলাই)  বিকেলে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়ায় পারিবারিক কলহের জেরে জসীম উদ্দিন (৪৫) তার স্ত্রী ইয়াসমিন আক্তারকে (৩৫) কুপিয়ে জখম করেছে। স্ত্রীকে কোপানোর বিষয়টি জসীম নিজে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বলেন। ইউএনও জসীমকে থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় জসীমের ছেলে আমান উল্লাহ বাদী হয়ে থানায় মামলা করেন। জসীম কোনো কাজ করতেন না। বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করতেন। ছেলে মা ইয়াসমিন আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক ইয়াসমিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।  

ওসি শফিউল কবীর বলেন, মা’কে কুপিয়ে জখম করার ঘটনায় ছেলে বাদী হয়ে মামলা করেছেন। মামলায় জসিমকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।