চট্টগ্রাম

ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

(Last Updated On: )

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী ও বাকলিয়া এক্সসেস রোড এলাকায় ডাবল মার্ডারের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন। তিনি বলেন, এক্সসেস রোড এলাকায় ডাবল মার্ডারের ঘটনায় দায়ের করা মানলার আসামি শীর্ষ সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের বউ তামান্না শারমীনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

গত ৩০ মার্চ ভোরে বাকলিয়া এক্সেসেস রোডের চন্দনপুরা অংশে প্রাইভট কারে গুলি করে বখতিয়ার হোসেন মানিক ও মো. আবদুল্লাহ নামে দুজনকে খুন করা হয়। হত্যাকাণ্ডের তিন দিন পর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তার স্ত্রী তামান্নাসহ ৭ জনের নাম উল্লেখ করে ও আজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে বাকলিয়া থানায় একটি মামলা করেন মানিকের মা ফিরোজা বেগম। মামলায় তিনি অভিযোগ করেন- সাজ্জাদ ও তার স্ত্রীর পরিকল্পনায় দুজনকে খুন করা হয়।