জাতীয়

জরায়ু ক্যানসারের টিকা পাচ্ছে কিশোরীরা

(Last Updated On: )

কিশোরীদের জরায়ু ক্যানসারের টিকা দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু করছে সরকার। আগামী সেপ্টেম্বর থেকে যা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজিত দেশব্যাপী প্রাইমারি স্বাস্থ্যসেবা বৃদ্ধিতে করণীয় শীর্ষক সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ বছর বয়সীদের এই টিকা দেওয়া হবে। বর্তমানে নারীদের ক্যানসারে মৃত্যুর সব থেকে বেশি জরায়ু ক্যানসারের কারণেই হয়ে থাকে। এ কার্যক্রমের ফলে যা অনেকটা কমে আসবে।’

দেশব্যাপী স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জেলা ও উপজেলা হাসপাতালের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের হাসপাতালেও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে দেশের ঢাকার দুই সিটি করপোরেশনসহ ছয় জেলায় এই সেবা দেওয়া হবে। এসব জেলার দরিদ্র ১৫ লাখ পরিবারের ৬০ লাখ মানুষ বিনামূল্যে সরকারি ওষুধ ছাড়াও ৫০ হাজার টাকার স্বাস্থ্যসেবা চিকিৎসা সামগ্রী পাবেন।’

জাহিদ মালেক বলেন, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে প্রাথমিকভাবে ৫০০টি স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যসেবা দৈনিক ৮ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টা সেবা ব্যবস্থা চালুর কাজ চলমান রয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিসের মতো কঠিন ও অত্যন্ত ব্যয়বহুল রোগের মাত্রা বাড়ছে। ভেজাল খাদ্য, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও বায়ু দূষণসহ নানা কারণে অসংক্রামক রোগগুলোতে দেশের শতকরা ৬৭ ভাগ মানুষ মারা যাচ্ছে। এ রোগগুলোর চিকিৎসা ব্যয়ও অনেক বেশি।’