কবি জীবনানন্দ দাশের জীবনী নিয়ে তৈরি হচ্ছে ‘ঝরা পালক’ নামের একটি সিনেমা। কলকাতার নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালনায় এ ছবিতে অভিনয় করছেন জয়া আহসান। তাকে দেখা যাবে কবির স্ত্রী লাবণ্য দাশের ভূমিকায়। সিনেমাতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলর।
সিনেমাতে অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, লাবণ্য দাশ কবি জীবনানন্দ দাশের স্ত্রী। মা ছাড়া কবির জীবনের একমাত্র নারী ছিলেন তিনি। লাবণ্য দাশ ছিলেন কবির জীবনের বড় অনুপ্রেরণা। ঝরা পালক সিনেমার সেই গল্পই উঠে আসেব।
তিনি আরও বলেন, ট্রেলার প্রকাশের পর অনেকের শুভেচ্ছা পাচ্ছি। আমার বিশ্বাস এই কাজটি একটি ভালো কাজ হবে। দর্শকেরও ভালো লাগবে