জাতীয়

জেএসএসের সামরিক কমান্ডারকে গুলি করে হত্যা

(Last Updated On: )

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এমএন লারমা গ্রুপের কমান্ডার যুদ্ধ চাকমাকে (৩৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাতে বাঘাইছড়ি পৌরসভার বাবুপাড়ায় তাকে হত্যা করা হয়। নিহত যুদ্ধ চাকমার বাড়ি উপজেলায় বঙ্গলতলী ইউনিয়নের দক্ষিণ হাগলাছড়া গ্রামে। তিনি বিশ্বমিত্র চাকমার ছেলে।

বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন বলেন, বাবুপাড়া এলাকায় গভীর রাতে নিজ দলের কর্মীর গুলিতে যুদ্ধ চাকমা নিহত হয়েছেন। মরদেহ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ওসি বলেন, হত্যার পর তিনটি অস্ত্র নিয়ে সুজন চাকমা পালিয়ে গেছেন। তিনি হত্যায় জড়িত থাকতে পারেন।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, নিজের কর্মীর হাতে যুদ্ধ চাকমা নিহত হয়েছেন। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।