প্রধান পাতা

টিকার মুনাফায় নতুন ৯ বিলিয়নেয়ার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বিশ্বজুড়ে করোনা মহামারির টিকা বাণিজ্যে মুনাফা কুড়াচ্ছে অনেক কম্পানি। এতে করে নতুন করে বিলিয়ন ডলারের ক্লাবেও নাম লেখাচ্ছেন অনেকেই। গতকাল বৃহস্পতিবার ক্যাম্পেইন গ্রুপ পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স এক বিবৃতিতে জানায়, কভিড-১৯-এর টিকা ব্যবসা করে অন্তত পক্ষে ৯ জন নতুন করে বিলিয়নেয়ার হয়েছেন। এ ৯ জন বিলিয়নেয়ারের সম্মিলিত সম্পদ দাঁড়িয়েছে ১৯.৩ বিলিয়ন ডলার (১৫.৮ বিলিয়ন ইউরো)। অথচ এই অর্থ দিয়ে স্বল্পোন্নত দেশগুলোর সব মানুষকে ১.৩ বার টিকা দেওয়া যাবে।

ফার্মাসিউটিক্যাল করপোরেশন টিকা প্রযুক্তির ওপর যে একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রেখেছে তা অবসানের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি টিকা ঘিরে মেধাস্বত্ব অধিকারের অবসান চেয়েছে। তারা জানায়, এ ৯ জন ধনী ছাড়াও টিকার কল্যাণে বিদ্যমান আট ধনীরও সম্মিলিত সম্পদ বেড়েছে ৩২.২ বিলিয়ন ডলার। ধনীদের এই তালিকা সংগ্রহ করা হয়েছে ফোর্বস ম্যাগাজিনের তালিকা থেকে। দাতব্য সংস্থা অক্সফামের আন্না ম্যারিয়ট বলেন, ‘ফার্মাসিউটিক্যাল কম্পানিগুলো টিকা ব্যবসা একচেটিয়া নিয়ন্ত্রণ করছে। এর মাধ্যমে এসব ধনী ব্যাপক মুনাফা করেছেন।’

নতুন টিকা বিলিয়নেয়াররা হচ্ছেন যথাক্রমে মডার্নার সিইও স্টেফেন ব্যানসেল, তাঁর নেট সম্পদ ৪.৩ বিলিয়ন ডলার। বায়োনটেকের সিইও উগুর শাহিন, তাঁর নেট সম্পদ চার বিলিয়ন ডলার। মডার্নার প্রতিষ্ঠাতা বিনিয়োগকারী টিমোথি স্প্রিঞ্জার, তাঁর নেট সম্পদ ২.২ বিলিয়ন ডলার। মডার্নার চেয়ারম্যান নোবার আফিয়ান, তাঁর নেট সম্পদ ১.৯ বিলিয়ন ডলার। রভি চেয়ারম্যান জন লোপেজ বেলমন্টে, তাঁর নেট সম্পদ ১.৮ বিলিয়ন ডলার। বিজ্ঞানী ও মডার্নার প্রতিষ্ঠাতা বিনিয়োগকারী রবার্ট ল্যানজার, তাঁর নেট সম্পদ ১.৬ বিলিয়ন ডলার। চীনা ভ্যাকসিন কম্পানি ক্যানসিনো বায়োলোজিকসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ঝু তাও, তাঁর নেট সম্পদ ১.৩ বিলিয়ন ডলার। ক্যানসিনো বায়োলোজিকসের সহপ্রতিষ্ঠাতা ও সিনিয়র ভিপি কুই ডংঝু, তাঁর নেট সম্পদ ১.২ বিলিয়ন ডলার এবং ক্যানসিনো বায়োলোজিকসের সহপ্রতিষ্ঠাতা ও সিনিয়র ভিপি মাও হুইনহোয়া। তাঁর নেট সম্পদ এক বিলিয়ন ডলার। 

সূত্র : এএফপি।