খেলা

তানজিদের ৭৯ রানের ইনিংস, জয়ে ফিরলো শাইনপুকুর


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

দারুণ বোলিংয়ে ওল্ড ডিওএইচএসকে অল্প রানে আটকে দেয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ছোট লক্ষ্য তাড়া করতে এসে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় শাইনপুকুর। ব্যাট হাতে ৭৯ রানে অপরাজিত ইনিংস খেলেন ওপেনার তানজিদ হাসান তামিম। এতেই ৫ বল বাকি থাকতেই সাত উইকেটের বড় জয় পায় তারা। লিগে এটি তাদের দ্বিতীয় জয়।

আজ শুক্রবার সাভারের বিকেএসপিতে টসে হেরে ব্যাট করতে এসে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ১১৯ রান তোলে ওল্ডডিওএইচএস। তাদের দেওয়া লক্ষ্য টপকাতে তিন উইকেট খুঁইয়েছে শাইনপুকুর। তিন ম্যাচ পর জয়ে ফিরলো শাইনপুকুর।

ব্যাট করতে এসে শুরুটা ভালো হয়নি ওল্ডডিওএইচএসের। মাত্র ২০ রানের মাথায় দুই ওপেনারকে হারায় তারা। ১১ রানে শাহনাজ আহমেদ ও ২০ রানে ফেরেন আনিসুল ইমন। তৃতীয় উইকেটের জুটিতে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে মাঝারি জুটি গড়েন মোহাম্মদ রাকিব। ২১ রান তোলা জয়কে ফিরিয়ে দু’জনের ৪৩ রানের জুটি ভাঙেন সুমন খান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডিওএইচএস। তবে একপাশ আগলে রেখে দলকে লজ্জার রেকর্ড থেকে বাঁচান রাকিব। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে তারা। ৫৭ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বল হাতে দুর্দান্ত হাসান মুরাদ চার ওভারে ১১ রান দিয়ে এক উইকেট নেন। তবে দুটি করে উইকেট শিকার করেন সুমন খান ও মৃত্যুঞ্জয় চৌধুরি।

ছোট লক্ষ্য তাড়া করতে এসে শুরুটা ভালো হয়নি খেলাঘরের ওপেনার রবিউল ইসলাম রবি। মাত্র ২ রান করে রাকিব হোসেনের লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। তিনে আসা অধিনায়ক তৌহিদ হৃদয়ের সঙ্গে ৯০ রানে জুটি গড়েন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ২৮ রান করে ফেরেন হৃদয়। এরপর সাজ্জাদুল হককে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন তামিম। ৫৯ বলে সাত চার ও তিন চয়ে ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি।