আন্তর্জাতিক

তালেবান সরকারে কে কোন মন্ত্রীর দায়িত্ব পেলেন

(Last Updated On: )

আফগানিস্তানে অন্তবর্তী সরকার ঘোষণা করেছে তালেবান।মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে সরকার গঠন করা হয়েছে।সরকারের উপপ্রধান হিসেবে স্থান পেয়েছেন তালেবানের আলোচিত নেতা আব্দুল গনি বারাদার।

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড সিরাজুদ্দিন হাক্কানীকে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব। আর উপপ্রধান হিসেবে মোল্লা আবদুল সালাম হানাফিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান 

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তালেবানের প্রধান জাবিউল্লাহ মুজাহিদ।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, আমির খান মোত্তাকি।

সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা জানি আমাদের দেশের মানুষ নতুন সরকার ঘোষণার অপেক্ষায় আছেন। সূত্র: বিবিসি।