জাতীয়

থানার কোয়ার্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

গোপালগঞ্জের কাশিয়ানী থানার কোয়ার্টার থেকে উপপরিদর্শক (এসআই) রোকোনুজ্জামানের (২৫) জুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েয়ছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোররাতে তার মরদেহটি উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ভোররাতে থানা কোয়ার্টারের সিঁড়ির কাছের রডের সঙ্গে তাকে ঝুলে থাকতে দেখেন নুরুল আনোয়ার নামের অপর এক এসআই। এসময় তিনি নামাজ পড়তে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে সবাইকে খবর দেন বলে জানান এসআই আলমগীর কবীর। পরে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আলমগীর কবীর আরো জানান, তার মৃত্যুর বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই রোকোনুজ্জামানের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামে। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস বিশ্বাস বলেন, ‘আজ সকাল ৬টা ১০মিনিটের দিকে রোকনুজ্জামাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে, এখানে আনার আগেই তিনি মারা যান।’

কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান বলেন, ‘পারিবারিক কারণে রোকনুজ্জামান আত্মহত্যা করে থাকতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এরপর বিস্তারিত বলা যাবে।’