আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে মীর হোসেন মিরাজ নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহত মিরাজ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামের সফিকুর রহমানের ছেলে। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নিহতের মামাশ্বশুর শামিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শামিম আহমেদ জানান, মিরাজ ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে ঘাটেং প্রদেশের বেনানী এলাকায় আরও কয়েকজন বাংলাদেশির সঙ্গে যৌথ অংশীদারি ব্যবসা করতেন তিনি। গত ৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টায় সন্ত্রাসীরা মিরাজের রুমে ঢুকে অন্য রুমমেটসহ তাকে বাথরুমের ভেতর আটকে রাখে। পরে মিরাজকে গুলি করে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

উপজেলার আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন, ‘আমি শুনেছি ছেলেটার মৃত্যুর কথা। খুবই দুঃখজনক বিষয়। তার পরিবার যদি লাশ আনা বা অন্য কোনও বিষয়ে সহযোগিতা চায়, আমরা তা করবো।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ফেসবুকে তার মৃত্যুর খবর পেয়েছি। তবে কেউ আমাদের এই বিষয়ে অবহিত করেননি। কোনও সাহায্য প্রয়োজন হলে আমরা অবশ্যই তা করবো।’ 

নিহত মিরাজ দুই মেয়ে সন্তানের বাবা। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে স্বজনরা আহাজারি করছেন।