খেলা

দল কিংবা গ্রুপ ভুলে সঠিক ব্যক্তিকে মূল্যায়নের অনুরোধ পাপনের


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

গত কয়েক বছরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ছিল একক আধিপত্য। নির্দিষ্ট প্যানেলে নির্বাচন করে বোর্ডের পরিচালক হয়েছেন অনেকেই। প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের তেমন প্রয়োজনও পড়েনি। তবে এবার কিছুটা ভিন্নভাবে হচ্ছে বিসিবি নির্বাচন। তাতে আগের চেয়ে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতার সাড়া মিলেছে। যদিও এটা যৎসামান্য। তবে এটা আরও বাড়বে বলে বিশ্বাস করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি নির্বাচনে যারা প্রার্থী হয়ে থাকেন তারা কোনো না কোনো দলের রাজনীতির সঙ্গে জড়িত। আবার অনেকেই আসেন নিরপেক্ষ। যার কারণে ভোটের ক্ষেত্রেও এর এক রকম প্রভাব দেখা মিলে। তবে এবার এমন না করে যোগ্য ব্যক্তিদের ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন পাপন।

নির্বাচন ওপেন করে দেওয়ার কারণ উল্লেখ করে পাপন বলেন, ‘যারা ভালো তাদের আসার সুযোগ থাকবে। আর যারা আসবে তারাই আমাদের প্যানেল, যারা ঢুকবে তারাই আমাদের প্যানেল, এছাড়া কোনো প্যানেল নাই। এই যে বোর্ডে আসার পর যে মিউচুয়াল কো-অপারেশন এবং সাপোর্ট সেটা আমার মনে হয় বেশি হবে সেই জন্যই এবারের প্যানেল ছাড়া নির্বাচন করা।’

তিনি বলেন, ‘আরেকটা জিনিস আমি মনে প্রাণে বিশ্বাস করি, নতুন নতুন মানুষ আসা দরকার। আমি স্বীকার করছি, আমাদের বোর্ডে, শুধু আমাদের না দেশের সকল ক্রীড়া বোর্ডে কিছু মানুষ আছেন সবসময় কাজ করেন। কিছু মানুষ মাঝেমাঝে আসেন, আবার কিছু মানুষকে কাজই করতে দেখা যায় না। বেশি কাজের মানুষ যেন আসার সুযোগ পায় সে জন্য একটা ব্যবস্থা চালু করেছি আমরা। সেটা যখন বলি সে সময় তুমুল বিরোধিতা, সেকি প্যানেল থাকবে না? না থাকবে না। নির্বাচন করে জিতে আসতে হবে।’

ভালো ভালো মানুষ আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত যেই পরিমাণ আসার কথা ছিল সেই পরিমাণ কিন্তু আসেনি জানিয়ে তিনি বলেন, ‘আমি এখনো কয়েকজনের নাম বলে দিতে পারি, যাদের আমি আশা করেছিলাম প্রতিদ্বন্দ্বিতায় আসবে। তবে ভালো দিকও আছে, নতুন মুখ এসেছে, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত তারা, তাদের সংগঠন আছে। কাউন্সিলররা যাকে ভালো মনে করবেন তাকে ভোট দেবেন। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি খুব খুশি। আমার কোনো সমস্যা নেই। নতুন বেশকিছু মুখ আছে আমার মনে হয়। তারাও অনেককিছু অবদান রাখতে পারবে বোর্ডে।’

‘আপনাদের কাছে একটা অনুরোধই করব, কে কোন দল, কোন গ্রুপ সব ভুলে গিয়ে, কে কার মানুষ সব ভুলে গিয়ে আপনারা যাকে মনে করবেন সঠিক ব্যক্তি, ক্রিকেটের জন্য ভালো, তাকেই ভোট দেবেন। এই হোল আপনাদের কাছে আমার অনুরোধ। কে হারলাম, কে জিতলাম তাতে কিছু যায় আসে না, কারণ আমরা সব এক,’ যোগ করেন তিনি।