আন্তর্জাতিক

দিল্লি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ভারতের বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের অর্জনের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে ভারত।

এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভারতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি হতে উৎসাহিত করা হচ্ছে।

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পিসি জোশি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের অর্জনের অংশ হিসেবে দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার। নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি বা যেকোনো বিষয়ে শিক্ষক থাকবেন। বিশ্ববিদ্যালয় একটি মানদণ্ড নির্ধারণ করবে এবং এর মাধ্যমে চেয়ারের শিক্ষকের সিদ্ধান্ত নেয়া হবে। এতে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করতে উৎসাহিত হবেন বলে আশা করছি।

পিসি জোশি বলেন, সেখান থেকে আমাদের প্রচুর শিক্ষার্থী রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কয়েকটি ফেলোশিপ সরবরাহ করা হলে, তাদের সংখ্যা বাড়তে পারে। এছাড়া, ২০২০ সালে ২১ বাংলাদেশি শিক্ষার্থী দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া