জাতীয়

দেশে করোনায় মৃত্যুশূন্য, শনাক্ত ৭৩


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

প্রাণঘাতী করোনাভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। ফলে তিনদিন পর আবারো মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ। এতে করে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনেই রয়েছে। গতকাল ৭২ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল দুজনের।

বৃহস্পতিবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৩ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জনে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। আগের দিন এ হার ছিল ৮৯। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জনে।

এছাড়া একই সময়ে ৯ হাজার ৩৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয় ৯ হাজার ৩৭০টি নমুনা। দেশে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৩৮ লাখ ২৪ হাজার ৭টি।

দেশে ২০২০ সালের ৮ মার্চ শনাক্ত হয় প্রথম করোনারোগী। আর একই বছরের ১৮ মার্চ করোনায় দেশে প্রথম একজনের মৃত্যু হয়।