জাতীয়

দেশে সাড়ে ১২ কোটি ডোজ করোনার টিকাদান সম্পন্ন


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

দেশে সাড়ে ১২ কোটি ডোজ করোনার টিকাদান সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৬২৩ জন। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৫ কোটি ১৮ লাখ ১ হাজার ৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআই্এস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত টিকা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন আরও ১৩ লাখ ৬৫ হাজার ৬৫৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৭২৬ জন। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৯৩৩ জন।

এদিকে, দেশে টিকা গ্রহণের জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৭৬ জনে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৭৩০ জন নিবন্ধন করেছেন। এছাড়া পাসপোর্টের মাধ্যমে ১২ লাখ ৯৮০ জন এবং জন্মনিবন্ধন সনদের মাধ্যমে ২ লাখ ৮৮ হাজার ৩৬৬ জন নিবন্ধন করেন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম ও মর্ডানার টিকা দেওয়া হচ্ছে।