জাতীয়

‘দৈনিক উত্তরা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক এনায়েত করিম


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক উত্তরা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নিয়েছেন এনায়েত করিম। গতকাল রোববার রাজশাহীর উপশহর মোড়ে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব নেন। এর আগে পত্রিকাটির প্রধান বার্তা সম্পাদক হিসেবে ১ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

২০২০ সালের আগস্ট মাসে দৈনিক উত্তরা প্রতিদিনে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন এনায়েত করিম। যোগদানের পর থেকেই তিনি পত্রিকাটির সামগ্রিকভাবে দেখভালের পাশাপাশি মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর আগে ঢাকার বিভিন্ন গণমাধ্যমে তিনি কর্মরত ছিলেন। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর দৈনিক বাংলাদেশ সময় পত্রিকায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতায় হাতেখড়ি। পরে তিনি পড়াশুনার পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), স্থানীয় দৈনিক সোনালী সংবাদ, রাজবার্তা, মুক্তচেতনাসহ বিভিন্ন গণমাধ্যমেও রাবি প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিক সংগঠনেও নেতৃত্ব দিয়েছেন এনায়েত করিম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির (নাজেসাস) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএডি) প্রতিষ্ঠাতা প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি। 

এনায়েত করিমের জন্ম নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামে। সেখানেই কাটে শৈশব ও কৈশোর। তারপর থেকে রাজশাহী ও ঢাকায় নানা চড়াই-উৎরাইয়ের মধ্ যদিয়ে এগিয়ে চলা। তার অবসর কাটে বই পড়ে, গান শুনে ও বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আড্ডায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই পুত্র সন্তানের জনক।

নতুন দায়িত্ব নেওয়া প্রসঙ্গে এনায়েত করিম বলেন, ‘প্রকাশক মহোদয় আমার ওপর আস্থা রেখে এই পদোন্নতি দিয়েছেন- এটা অবশ্যই আমার জন্য বিশেষপ্রাপ্তি। এর ফলে দায়িত্ব আরও বেড়ে গেল। তার আস্থার যথাযথ মূল্যায়ন করে আগামীতে উত্তরা প্রতিদিনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো।’

এনায়েত করিমের এই নতুন যাত্রায় উত্তরা প্রতিদিনের সহকর্মীরাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।