জাতীয়

দোলযাত্রাকে বিবেচনায় নিয়ে হরতাল প্রত্যাহারের দাবি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে রোববারের হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটি।

রোববার এ দিনটিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

শনিবার এক বিবৃতিতে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, দোল পূর্ণিমা বাঙালি হিন্দুদের বড় উৎসব। জনগণের বিশাল একাংশের ধর্মীয় অনুভূতিকে বিবেচনায় নিয়ে হরতাল প্রত্যাহার করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পৃথক আরেক বিজ্ঞপ্তিতে মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল বলেন, হেফাজতে ইসলামের হরতালে দোলযাত্রা ও গৌর পূর্ণিমার সুষ্ঠু আয়োজন ও ভক্তদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে।

তারা প্রত্যাশা করেন, হরতাল আহ্বানকারীরা হরতাল প্রত্যাহার করে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মানুষ্ঠান সুষ্ঠুভাবে পালন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সহযোগিতা করবেন।