চট্টগ্রাম

দ্রব্য মূল্য পাগলা ঘোড়ার মত লাফিয়ে লাফিয়ে বাড়ছে-সিপিবি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

লুটেরা সিন্ডিকেট আজ দেশের বাজার নিয়ন্ত্রণ করছে। দ্রব্য মূল্য পাগলা ঘোড়ার মত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মানুষ অসহায়ের মত দিন যাপন করছে। মানুষের ভোট ও ভাতের অধিকার সরকার কেড়ে নিয়েছে। এ দুঃসহ অবস্থা থেকে মানুষকে মুক্ত করতে হবে। কমিউনিস্টারা আজ সারা দেশে ” দাম কমাও, জান বাঁচাও” শ্লোগান নিয়ে পথে নেমেছে। মানুষের বিপদে কমিউনিস্ট পার্টি রাস্তায় থাকবে।


আজ বুধবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে পটিয়া থানার মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন ।


পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী “দাম কমাও জান বাচাঁও,লুটপাটতন্ত্র হঠাও ” দাবীতে আয়োজিত মান বন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ,সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট শওকত আলী ।


সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি চট্টগ্রাম দক্ষিন জেলার সভাপতি আবদুল নবী, আমির হোসেন, শ্যামল দে, অলক দাশ, মিলন বড়ুয়া, শিমুল ধর, ভবতোষ চক্রবর্তী ও সুবল দেব।
মানব বন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল পটিয়ার বিভিন্ন সড়ক ঘুরে থানার মোড়ে শেষ হয়।