প্রধান পাতা

নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু, ষষ্ঠ শ্রেণিতে ২ দিন ছুটি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হয়েছে। নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই নিয়ে পাইলটিং হচ্ছে।

পাইলটিংয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দু’দিন ছুটি পাবে। ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তায়ন শুরু হবে।  

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এনসিটিবি মিলনায়তন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন।  

নতুন জাতীয় শিক্ষাক্রমের উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডর সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান।

অধ্যাপক মশিউজ্জামান জানান, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দুইদিন ছুটি ভোগ করবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অন্য সব ক্লাসের শিক্ষার্থীদের ছুটি থাকবে আগের মতোই।