জাতীয়

নির্ধারিত সময়ে পৌঁছেনি ব্যালট, আড়াই ঘণ্টা পর ভোট শুরু


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের তিনটি ভোটকেন্দ্রে আড়াই ঘণ্টা পর ব্যালট পেপার পৌঁছেছে। এ কারণে ওইসব কেন্দ্রে আজ বুধবার সকাল ৮টার পরিবর্তে সাড়ে ১০টার দিকে ভোটগ্রহণ শুরু হয়।

জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রগুলো হলো- উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের দক্ষিণ বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘুটিয়া উমর আলী উচ্চ বিদ্যালয় ও বাঘুটিয়া দাখিল মাদ্রাসা।

জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুর্গম চরাঞ্চল হওয়ায় সেখানকার যাতায়াত ব্যবস্থা অনেক কঠিন। কুয়াশার কারণে নদীপথে ট্রলারটি দিক হারিয়ে ফেলায় নির্দিষ্ট সময়ে ব্যালট পেপার পৌঁছতে পারেনি।

তবে ভোটারদের ভোট নিতে যত সময় লাগবে ততক্ষণ ভোটগ্রহণ চলবে বলে জানান জেলা নির্বাচন অফিসার।