চট্টগ্রাম

পটিয়ায় ৩ কেন্দ্রে ব্যালট ছিনতাই, ভোটগ্রহণ বন্ধ

(Last Updated On: )

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলায় তিনটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকালে ছনহরা ইউনিয়নের রমেশ ফনিন্দ্র স্মৃতি পাঠাগার, ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চ বিদ্যালয় ও জিরি ইউনিয়নের সাইজায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

ওইদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলে পরে সকাল ১০টার দিকে ওই ৩ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।

ছনহরার দুটি কেন্দ্রে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইন বলেন, সকালে তিনটি কেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটলে আমরা ভোটগ্রহণ বন্ধ রেখেছি।