চট্টগ্রাম

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভায় হট্টগোল-হাতাহাতি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির ৪৭তম বার্ষিক সাধারণ সভায় হট্টগোল-হাতাহাতি হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে নগরের আগ্রাবাদ সিজিএ বিল্ডিংয়ের নিচতলায সমিতির এক নম্বর মিলনায়তনে এ ঘটনা ঘটে।

সভা সূত্রে জানা যায়, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ফোরকান উদ্দীন বক্তব্য দেওয়ার সময় বলেন, এখানে অনেক আইনজীবী আছেন, যারা নিয়মিত প্র্যাকটিস করে না। যারা এক বেলা ভাত খাওয়ার জন্য আজকে সাধারণ সভায় এসেছেন। বলার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম জজ কোর্টের এক আইনজীবী  প্রতিবাদ করেন। এর পরে সভায় চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটে।  

কর আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান বলেন, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সভায় হট্টগোল-হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সাধারণ সম্পাদক সভায় হট্টগোল-হাতাহাতি হলে আমি জানতাম। আপনার কোনো ধরনের নিউজ করার দরকার নেই।