জাতীয়

পতেঙ্গা সমুদ্র সৈকতে নোঙরের পরিচ্ছন্নতা অভিযান


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

‘সাগর সঙ্গমে আমরা’ শীর্ষক পতেঙ্গা সমুদ্র সৈকত প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’। শুক্রবার (১৫ জানুয়ারি) পতেঙ্গা সৈকতে অনুষ্ঠিত এই পরিচ্ছন্নতা অভিযানে বাংলাদেশ টুরিস্ট পুলিশসহ আগত পর্যটকরা অংশ নেন।

শুরুতে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কিবাতার রাজধানী’র শিল্পী অভিলাষ দাস, পতেঙ্গা টুরিস্ট পুলিশ পরিদর্শক কবি প্রদীপ দত্ত, পতেঙ্গা টুরিস্ট পুলিশ অফিসার্স ইনচার্জ এনামুল হক শিমুল।

সংক্ষিপ্ত সভা শেষে উপস্থিত অতিথিদের নোঙর ব্যজ পড়িয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত ১নং থেকে ৩নং জোন পর্যন্ত প্রতীকী এ পরিচ্ছন্ন অভিযান শুরু হয়।

নোঙর প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস এ অভিযানে অংশ নেওয়া টুরিস্ট পুলিশ কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানিয়ে দেশের সকল স্তরের নাগরিকদের প্রতি পরিচ্ছন্ন দেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী বর্ষে ‘সাগর সঙ্গমে আমরা’ শীর্ষক সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মূল লক্ষ্য হলো পরিবেশ রক্ষায় ভ্রমণ পিয়াসুদের মাঝে গণসচেতনতা সৃষ্টি করা।

তিনি আরো বলেন, সারাদেশের নদী প্রকৃতি, পরিবেশ সুরক্ষার এ অভিযান ধারাবাহিকভাবে চলমান থাবে।

শিল্পী অভিলাষ দাস বলেন, সমুদ্র, নদী ও পানিসম্পদ আমাদের অনেক বড় সম্পদ। পরিবেশ ও বন্য প্রাণী রক্ষার অঙ্গীকার নিয়ে সাধারণ মানুষদের গণসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করার আহবান জানান তিনি।

পতেঙ্গা টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ এনামুল হক শিমুল নির্বিঘ্নে পতেঙ্গা ভ্রমণে আসার জন্য সকল পর্যটকদের আহ্বান জানান। একই সঙ্গে তিনি আগামীতে নোঙর’র এ ধারাবাহিক আয়োজনের সার্বিক সহযোগিতার অঙ্গীকার করেন। পাশাপাশি তিনি পরিচ্ছন্ন পতেঙ্গার সৌন্দর্য রক্ষায় পর্যটকদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় নোঙর সদস্য আমিনুল হক চৌধুরী, বাপ্পী খান, অসিত বরণ সরকার, সুমন মুস্তাফিজ, শুভ ঘোষ, শহীদুল ইসলাম যিশু, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।