জাতীয়

পদ্মা-সেতুর মৃত্যু,বেঁচে আছে শুধু স্বপ্ন


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বাংলাদেশের গর্ব পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে দিনাজপুরের বিরামপুরে জন্ম নেয়া তিন জমজ সন্তানের বাবা মা শিশুদের নাম রাখেন ‘স্বপ্ন’, ‘পদ্মা’ ও ‘সেতু’।

কিন্তু গেল দুদিনের ব্যবধানে জাহিদুল ইসলাম-সাদিনা বেগম দম্পতির ঘরে জন্ম নেয়া তিন জমজ সন্তানের দুজন এখন না ফেরার দেশে। জন্মের ছয়দিনের মাথায় শনিবার (২৩ জুলাই) ‘পদ্মা’ নামের শিশুটি মারা যায়।

এর একদিন পর গতকাল রবিবার (২৪ জুলাই) রাতে ‘সেতু’ নামের শিশুটিও মারা গেছে। পদ্মা ও সেতুর মৃত্যুর পর এখন মায়ের কোলে রইলো শুধুই ‘স্বপ্ন’।

শিশুদের পিতা বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শনিবার বিকেলে পদ্মা মারা যাওয়ার পর সেতু ও স্বপ্ন বেশ ভালো ছিল। গতরাতে সেতুও মারা গেছে।

এর আগে, গত ১৮ জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে স্বাভাবিকভাবে তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম।