জাতীয়

পন্টুনের দড়ি ছিঁড়ে পদ্মায় যাত্রীসহ ডুবল মাইক্রোবাস


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

প্রচন্ড ঝড়ের কবলে পড়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে পাঁচ থেকে ছয় জন যাত্রীসহ পদ্মায় ডুবে গেছে একটি প্রাইভেট মাইক্রোবাস। আজ মঙ্গলবার পৌনে বারোটার সময় ঘটনাটি ঘটে।

দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, ফেরি ঘাটের ৫ নম্বর ঘাট দিয়ে ফেরি ভেড়ার সময় মাইক্রোবাসটি পন্টুন দিয়ে এগিয়ে যাচ্ছিল। এ সময় প্রচণ্ড ঝড়ো হাওয়া শুরু হলে রশি ছিঁড়ে পন্টুনটি নদীর দিকে নেমে যায়। মিনিটের ব্যবধানে পন্টুনে থাকা প্রাইভেটকারটি যাত্রী নিয়ে নদীতে পড়ে তলিয়ে যায়।

মাইক্রোবাসে ঠিক কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবি এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গাড়িটি ঘাটে তোলা হয়েছে।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, মাইক্রোবাসে কতজন আরোহী ছিলেন তার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। বর্তমানে ৫ নম্বর ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে।