জাতীয়

পর্যটক সেজে পাচারকালে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৭


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

পর্যটক সেজে পাচারকালে মাদকসহ সাত যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের হরিনা ফাঁড়ির নুইন্ন্যা মুইন্ন্যা ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার ইয়াবা, একটি কার ও দুটি মোটরসাইকেল জব্দ করে কক্সবাজারের পেকুয়া থানা পুলিশ।

গ্রেপ্তার সাত যুবক হলেন- চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি সুন্নিয়াপাড়ার ওমর ফারুক (২৯), শহীদুল ইসলাম (২৮), জয়নাল আবেদীন (৪৮), রিদুয়ানুল করিম (২২), মো. সজিব, মো. রাজু (২৭) ও ডাবলু চৌধুরী (৪১)।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদে খবর আসে পর্যটকের ছলে ইয়াবার একটি বড় চালান উপকূলীয় মহাসড়ক দিয়ে চট্টগ্রামে পাচার হচ্ছে। এটি জানার পরই একটি চৌকস টিম নিয়ে পেকুয়া সদর ইউনিয়নের হরিনা ফাঁড়ির নুইন্ন্যা মুইন্ন্যা ব্রিজের ওপর চেকপোস্ট বসায়। এ সময় সড়ক দিয়ে আসা একটি একটি প্রাইভেট প্রিমিও কার, একটি সুজুকি জিক্সার ও আরেকটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল জব্দ করা হয়৷ পরে জিজ্ঞাসাবাদে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবার পুটলি বের করা হয়।  সেখানে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন উখিয়ার কোটবাজার হতে ক্রয় করা ইয়াবা প্রশাসনের চোখ ফাঁকি দিতে চকরিয়া-পেকুয়া উপকূলীয় মহাসড়ক বয়বহার করে লোহাগড়ায় নেওয়া হচ্ছিল। সেখানে পৌঁছানো গেলে তা পরে চাহিদামতো চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় সরবরাহ দেওয়া হতো। তারা ইতোপূর্বেও পর্যটক সেজে সংঘবদ্ধভাবে বেশ কয়েকটি বড় ইয়াবা চালান চট্টগ্রাম ও ঢাকায় পৌঁছে দেয়। গত দুদিন আগে তারা পর্যটক সেজে কক্সবাজার গিয়েছিলেন।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন উখিয়ার কোটবাজার হতে ক্রয় করা ইয়াবা প্রশাসনের চোখ ফাঁকি দিতে চকরিয়া-পেকুয়া উপকূলীয় মহাসড়ক বয়বহার করে লোহাগড়ায় নেওয়া হচ্ছিল। সেখানে পৌঁছানো গেলে তা পরে চাহিদামতো চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় সরবরাহ দেওয়া হতো। তারা ইতোপূর্বেও পর্যটক সেজে সংঘবদ্ধভাবে বেশ কয়েকটি বড় ইয়াবা চালান চট্টগ্রাম ও ঢাকায় পৌঁছে দেয়। গত দুদিন আগে তারা পর্যটক সেজে কক্সবাজার গিয়েছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। উখিয়ায় কারা তাদের পার্টনার তাদের শনাক্তকরণেও কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।