খেলা

পাকিস্তান কারো চাচার দল নয়: শোয়েব


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফরে দুই টেস্ট জিতেছে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজও জিতেছে ২-১ ব্যবধানে। এই সিরিজে পাকিস্তান দলের ব্যাটিং অর্ডার পছন্দ হয়নি সাবেক গতিতারকা শোয়েব আখতারের। এমনটিই জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

পিটিভি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, আপনি জানেন না যে, রিজওয়ানকে নিয়ে আপনি কী করছেন। রিজওয়ানও এটা নিয়ে ভাবতে শুরু করেছে।

তিনি বলেন, এটা কারো চাচার দল নয় যে, আপনি চাইলেই যে কাউকে ওপেন করাতে পারেন। দল আপনাকে যে ভূমিকায় দেখতে চায় সেটাতে আপনাকে অভ্যস্ত হতে হবে। একজন খেলোয়াড়ের তার নিজের ইচ্ছাতেই পারফর্মে উন্নতি করা উচিত এবং ক্রিকেটের নতুন ব্র্যান্ডের সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। এটা একেবারে সহজ হিসাব। আপনি তেমন পারফরম্যান্স দেখাতে না পারলে দল থেকে বাদ পড়বেন।