প্রধান পাতা

পিকে হালদারের দুই সহযোগী ৩ দিনের রিমান্ডে


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন দুই আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। দুই আসামির পক্ষে এক আইনজীবী শুনানি করতে যান। তবে ওকালতনামায় আসামির স্বাক্ষর না থাকায় আদালত তাদের শুনানি শোনেননি। এরপর আদালত রিমান্ডের আদেশ দেন।

এর আগে সকাল ১০টায় ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এ সময় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১৩ জানুয়ারি পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। তারো আগে ৪ জানুয়ারি পিকে হালদারের নিকটতাত্মীয় শঙ্খ বেপারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পিকে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গ্রাহকদের অভিযোগের মুখে বছরের শুরুতেই পি কে হালদারের বিদেশ পালিয়ে যান। গত ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।