জাতীয়

পুলিশ পরিচয়ে অপহরণ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

সিলেটের বিশ্বনাথে পুলিশ পরিচয়ে রিপন আলী (২৮) নামে এক যুবককে অপহরণের চেষ্টার সময় দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের পুরান হাবড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি রিপন ওই ইউনিয়নের উত্তর দশপাইকা গ্রামের আসদ আলীর ছেলে। আটক ব্যক্তিরা হলেন দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকার গোবিন্দপুর গ্রামের মাশুক মিয়ার ছেলে মারুফ মিয়া (২৮) ও একই গ্রামের আশিক মিয়ার ছেলে আফজাল মিয়া (৩০)।

স্থানীয় সূত্র জানায়, রাজমিস্ত্রি রিপন আলী ওই রাতে পার্শ্ববর্তী বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে তাকে মারধর শুরু করেন তার প্রতিবেশী আবদুল মতিন ও তার লোকজন। এক পর্যায়ে মারুফ ও আফজাল নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে থানায় নেওয়ার কথা বলে রিপনকে হাত-মুখ বেঁধে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নেন।

কিছু পথ যাওয়ার পর তাকে অন্য আরেকটি নম্বরবিহীন অটোরিকশায় উঠানো হয়। গাড়িটি স্থানীয় পুরান হাবড়া বাজারে পৌঁছলে রিপনের বুদ্ধিমত্তায় তাকে উদ্ধার ও ওই দুই যুবককে আটক করেন স্থানীয়রা। পরে আটক ব্যক্তিদের পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় আজ শনিবার সকালে রিপন মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।

আটক মারুফ মিয়া বলেন, ‘রিপনের প্রতিবেশি আবদুল মতিন আমার ভগ্নিপতি। কিছুদিন পূর্বে আমার বোনের ঘর থেকে তিন ভরি স্বর্ণ চুরি হয়। এ ঘটনায় রিপনকে সন্দেহ করেন সবাই। বিষয়টি আবদুল মতিনরা নিশ্চিতও হন জনৈক ‘তান্ত্রিক নারী’র মাধ্যমে। ঘটনার দিন ইফতারি নিয়ে বোনের বাড়ি গিয়েছিলাম আমি ও আফজাল। পরে চুরির ঘটনাকে কেন্দ্র করে স্বর্ণ উদ্ধারের জন্যে আমার ভগ্নিপতি মতিনের পরিকল্পনায় এবং চাপে অনিচ্ছা সত্ত্বেও রিপনকে অপহরণের চেষ্টা করি।’

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা দৈনিক আমাদের সময়কে বলেন, ‘আটক দুজনকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে সিলেটের আদালতে পাঠানো হয়েছে।’