বিনোদন

প্রকাশ্যে এলো ‘ওরা ৭ জন’


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খানের নতুন সিনেমা ‘ওরা ৭ জন’। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিতব্য এর কাজ শুরু হয় গত ২৭ সেপ্টেম্বর। সিলেটে টানা ৪০ দিন শুটিং করেছেন তারা। বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তির মুহূর্তে প্রকাশ্যে এলো এর প্রথম পোস্টার।

‘ওরা ৭ জন’ সিনেমাটি তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠকে নিয়ে। তাদের ভূমিকায় দেখা যাবে- ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব ও খিজির হায়াত খান। এ ছাড়াও আছেন জাকিয়া বারী মম, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, হামিদুর রহমানসহ আরও অনেকে।

নির্মাতা খিজির হায়াত জানান, বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। পোস্টের কাজ শেষ হলেই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, সিনেমান নাম ‘ওরা ৭ জন’ হলেও এটি সাতজন বীরশ্রেষ্ঠের গল্পই নয়। এতে উঠে এসেছে আরও কিছু গল্প। মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরে অর্থাৎ সিলেটের তামাবিল, লালখান ও দুর্গাপুরের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হয়। সিনেমাটি প্রযোজনা করছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং।

নির্মাতার ভাষ্য, ‘মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীরগাঁথার গল্প বলব আমরা। সাতজন মুক্তিযোদ্ধা একটা মিশনে যায়। গল্পটার শুরু ও শেষ যুদ্ধের ময়দানে। দু’দিনের মিশন, সেটা সাতদিনের হয়ে যায়। আমি আসলে যুদ্ধটা মাঠ পর্যায়ে কেমন হয়েছিল, যুদ্ধের ময়দানে তাদের মধ্যে কী ধরনের মনস্তত্ব কাজ করতো, তা দর্শকদের দেখানোর চেষ্টা করব।’